শিবচরে গলায় ফাসঁ নিয়ে একই দিনে ২ জনের আত্মহত্যা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ১১ই মে ২০২৫

মাদারীপুরের শিবচরে একই দিনে আত্মহত্যার অভিযোগে পৃথক দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০
রবিবার (১১ মে) সকালে,শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মির্জা কান্দি এলাকায় আয়নায় হক (৫৭) নামে এক কৃষক পারিবারিক কলহের জেরে একটি বাগানের গাছের সাথে রশি দিয়ে আত্মহত্যা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি এলাকাবাসী দেখতে পেলে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গলায় ফাঁশি দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অপরদিকে উপজেলার বড় কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনে একটি ফার্নিচারের দোকানের ভিতর ইমন (২০) নামে এক তরুনের রশি দিয়ে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ইমন ওই ইউনিয়নের ছিটু খা কান্দির ইদ্রিস মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শী বলেন,আজ সকালে ইমন কুতুবপুর বাজারের পাশের দোকান থেকে রশি কিনে আনে। সে ওই ফার্নিচারেই দীর্ঘ বছর ধরে কাজ করতো। বাড়ী থেকে দোকানে আসার সময় পারিবারিক কলহের জের ধরে, বাবা মায়ের সাথে অভিমান করে এসে আত্মহত্যা করছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে।
আরও পড়ুন: শিবচরে ডাকাত সন্দেহে চারজনকে গনপিটুনি
এব্যাপারে শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন,একই দিনে পৃথক দুইটি আত্মহত্যার ঘটনার খবর শুনে আমরা মরদেহ দুটি উদ্ধার করেছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। লাশ দুটি উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠিয়েছি। দুটিই কি আত্মহত্যা নাকি অন্য কিছু। সেটি ময়নাতদন্তের পরে জানা যাবে।
এসডি/