শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৫


শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০
প্রতিকী ছবি

মাদারীপুরের শিবচরে তারাবির নামাজের সময় কথা বলা নিয়ে শিশুদের কথা-কাটাকাটি জেরে দু'পক্ষের সংঘর্ষ ৮ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। 


বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অধীন দক্ষিণ বহেরাতলা এলাকায় এ ঘটনা ঘটে। 


আহতরা হলেন ওই এলাকার, মানিক মাদবর, ইব্রাহিম মাদবর(৪১), বোরহান মাদবর(৩৬),বিপ্লব(),অনিক(১৬), রাসেল, চুন্নু মাদবর(৪২),কোহিনুর বেগম(৬৪),ফাতেমা বেগম(),চাঁন মিয়া মাদবর(৭০),


পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত ৩০ মার্চ রাতে তারাবির  নামাজ আদায়ের সময় বহেরাতলা গ্রামের নুর ইসলাম মাওলানার মসজিদের সামনে ফাজলামি ছলে দুই দল শিশুদের মধ্যে দ্বন্দ্ব  হয়। ওই দ্বন্ধের জেরে আজ সন্ধ্যায়  দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে স্থানীয় মানিক মাদবর ও চুন্নু মাদবর পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত উভয়পক্ষের মানিক মাদবর,  ইব্রাহিম মাদবর, চুন্নু মাদবর, কোহিনুর বেগম, ও ফাতেমা বেগমের  অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন  করা হয়েছে। বর্তমানে ওই এলাকায়  আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক আছে।


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রতন শেখ বলেন, নামাজ আদায়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে। আমরা হাসপাতাল পরিদর্শন করেছি।এবিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।