বাঁধ ভেঙ্গে গুরমার হাওরে ডুকছে পানি, কৃষকের হাহাকার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাঁধ ভেঙ্গে গুরমার হাওরে ডুকছে পানি, কৃষকের হাহাকার

ভারী বৃষ্টিপাতের পর উজানে প্রবল ঢেউয়ে পাটলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরমার হাওরের বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। গুরমা হাওরে পানি ডোকার ফলে ৬ হাজার একর জমির মধ্যে ইতি মধ্যে ৩ হাজার একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

রোববার (১৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় বাঁধে ফাটল দেখা দেয়। গুরমার হাওরের ২৭ নং প্রকল্পটি ভেঙ্গে যাওয়ায়, পানি ঢুকতে শুরু করেছে হাওরে। গুরমা হাওর অংশের খাউজ্যাউরি, নোয়াল, আইন্যা, কলমা ও গলগলিয়া ও ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা গ্রামের ফসলি জমিও ডুবে যাচ্ছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, পাটলাই নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অবস্থা এখন খারাপের দিকে যাচ্ছে। ওয়াচ টাওয়ারসংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে।

এসএ/