দর্শনা সীমান্তে ৮ টি স্বর্নের বারসহ ২ চোরাকারবারী আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩০ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


দর্শনা সীমান্তে ৮ টি স্বর্নের বারসহ ২ চোরাকারবারী আটক
ছবি: প্রতিনিধি।

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের চুয়াডাঙ্গা ৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ৮ টি স্বর্নের বারসহ ২ চোরাকারবারী আটক করেছে। 


মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল ৮ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  অভিযান চালায় সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রামে। এ সময় সুলতানপুর ক্যাম্পের  হাবিলদার মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সীমান্ত পিলার নম্বর ৭৯ হতে আনুমানিক ১২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া তেমাথা নামক স্থানে পাঁকা রাস্তার পাশে এ্যাম্বুশ করে।


এ সময় বিজিবি একটি মটর সাইকেলযোগে ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে। আভিযানিক দল মটর সাইকেলটি থামার সংকেত দিলে মটর সাইকেল আরোহীগন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরে  টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে।


 আটককৃত হলো দর্শনা থানার পার কৃষ্ণপুর মদনা ইউনিয়নের নস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মোমিন (৪৯)একই গ্রামের মৃত্য খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭), মোটরসাইকেলসহ তাদের আটক করে বিজিবি।


পরে বিজিবি তাদের দেহ তল্লাশি করে আব্দুল মমিন এর কোমরে স্কচটেপ দ্বারা মোড়ানো ১ কেজি ১শ ৬২ গ্রাম ওজনের  ০৮টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক বাজার মৃল্য ১ কোটি ৭২ লক্ষ ১৫ হাজার টাকা। এ ঘটনায় হাবিলদার  মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছে। আটককৃত আসামীদেরকে দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এসডি/