শার্শার কায়বা সিমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশি আটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:০৬ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


শার্শার কায়বা সিমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশি আটক
ছবি: প্রতিনিধি

যশোরের শার্শার কায়বা সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চারজন পুরুষ ও তিনজন মহিলাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।


আটকরা হলেন -থিন্দ্রনাথ গাইনের ছেলে হৃদয় গাইন (২৩), শিশির মন্ডল, সুজিত মন্ডল (৩৪), শ্রীকান্ত গাইনের ছেলে কুমার জিন্দ্র গাইন (৫০), কলিন্ড মন্ডলের ছেলে পাঞ্চু মন্ডল (৩৬), মৃত সুশান্ত নন্দীর মেয়ে পুতুল (২০), বিনয় অধিকারীর মেয়ে তৃষ্ণা অনুকারী (১৭), মৃত শামসুর শেখের মেয়ে ছবুরণ বেগম (৪৫)। আটক বাংলাদেশিদের বাড়ি বিভিন্ন জেলার। 


আটককৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে বাংলাদেশি-৩,০০০/-(তিন হাজার) টাকা, ভারতীয় ৮,০০০/-(আট হাজার রুপি) ৭টি মোবাইল ফোন (স্মার্ট ৪টি ও বাটন ৩টি) জব্দ করা হয়েছে।


আরও পড়ুনবনানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট


খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করতে পারে।


উক্ত সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি টহল দল সীমান্ত শার্শা থানাধীন কায়বা গ্রামস্থ পূর্ব রুদ্রপুর নামক স্থান হতে সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।


বিজিবি অধিনায়ক আরও জানান, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে প্রতিনিয়ত প্রেষণা প্রদান করা হচ্ছে। আটককৃত বাংলাদেশি সাতজন নাগরিককে মালামালসহ শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এসএ/