বনানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৪ এএম, ২৬শে আগস্ট ২০২৫

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরুদ্ধ করে রেখেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়কে অবস্থান নেন।
বনানী থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি সড়ক অবরোধ করে আউটগোয়িং রুটে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করায় মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।
এদিকে, গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন এলাকায় মাসুদ গার্মেন্টসের কর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন পয়েন্টে মহাখালী-উত্তরামুখী রুটে সড়কে অবস্থান করে আউটগোয়িং রুটে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।
তবে উত্তরা থেকে আসা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মহাখালী/জাহাঙ্গীর গেটের দিক থেকে উত্তরমুখী যানবাহন বিকল্প রুট হিসেবে আমতলী–গুলশান ১–গুলশান ২ হয়ে নতুন বাজার অথবা বনানী ২৭ নম্বর সড়ক ব্যবহার করতে পারবেন।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অটোমেশন চালু না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ভ্যাট নিরীক্ষা: এনবিআর চেয়ারম্যান

খাল ও ভূমি দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মার্কিন পররাষ্ট্র দপ্তরে আইনগত ব্যবস্থা চেয়ে চিঠি দিয়েছে কনস্যুলেট

ইসির সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছে গাজীপুরের বিএনপি নেতারা
