Logo

বনানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৫, ২১:৪৪
33Shares
বনানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরুদ্ধ করে রেখেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা।

বিজ্ঞাপন

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরুদ্ধ করে রেখেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়কে অবস্থান নেন।

বিজ্ঞাপন

বনানী থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মেহেদী হাসান বলেন, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি সড়ক অবরোধ করে আউটগোয়িং রুটে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করায় মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে, গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন এলাকায় মাসুদ গার্মেন্টসের কর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন পয়েন্টে মহাখালী-উত্তরামুখী রুটে সড়কে অবস্থান করে আউটগোয়িং রুটে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

বিজ্ঞাপন

তবে উত্তরা থেকে আসা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মহাখালী/জাহাঙ্গীর গেটের দিক থেকে উত্তরমুখী যানবাহন বিকল্প রুট হিসেবে আমতলী–গুলশান ১–গুলশান ২ হয়ে নতুন বাজার অথবা বনানী ২৭ নম্বর সড়ক ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD