খালেদা জিয়ার মামলার রায়দানকারী বিচারপতির পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৪ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন।
রবিবার (৩১ আগস্ট) তিনি প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে তা রাষ্ট্রপতির নিকট পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দুদক কর্মকর্তা শরীফের চাকরি নিয়ে ফের শঙ্কা
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক হিসেবে ড. আখতারুজ্জামান এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা এবং তারেক রহমানসহ আরও পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
সূত্রে জানা যায়, অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে গত ১ জুলাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাজির হওয়ার নির্দেশ পান বিচারপতি আখতারুজ্জামান। সেখানে ব্যাখ্যা দেওয়ার পরই তিনি পদত্যাগপত্র জমা দেন।
আরও পড়ুন: কারাগারে তৌহিদ আফ্রিদি, জামিন নাকচ
এর আগে, চলতি বছরের মার্চে তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন রাষ্ট্রপতি। একইভাবে ২০২৩ সালের অক্টোবর মাসে দুর্নীতির অভিযোগে আরও ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল। এরপর থেকেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করে। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সামনে এলো।
এএস