বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের শিক্ষাজীবনের গল্প


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২৩ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫


বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের শিক্ষাজীবনের গল্প
ফাইল ছবি।

আপনি কি কখনও ভেবেছেন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা কী ধরনের পড়াশোনা করেছেন? তারা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কোন বিষয় নিয়ে পড়তেন কিংবা আদৌ কি ডিগ্রি সম্পন্ন করেছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর যেমন কৌতূহলোদ্দীপক, তেমনই আশ্চর্যের বিষয় হলো—এই তালিকার বহু ব্যক্তি তাদের শিক্ষাজীবন মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন। তবুও তারা আজ বিশ্বের শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে পরিচিত।


আরও পড়ুন: সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? ৬টি অভ্যাসেই মিলবে সমাধান


চলুন এক নজরে দেখে নেওয়া যাক, বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী পাঁচ ব্যক্তির সম্পদ, ক্যারিয়ার এবং তাদের শিক্ষাজীবনের সংক্ষিপ্ত বিবরণ:


১. ইলন মাস্ক 

ইলন মাস্ক টেসলা, স্পেসএক্স এবং এক্স (সাবেক টুইটার) এর সিইও। এছাড়াও তিনি ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (উঙএঊ)’ পরিচালনা করেছেন।


তার মোট সম্পদের পরিমাণ ৪১৫.৬ বিলিয়ন ডলার (২০২৫ সালের আগস্ট পর্যন্ত)।


শিক্ষাজীবন: পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে ফিজিক্সে ব্যাচেলর অব আর্টস এবং ইকোনমিকসে ব্যাচেলর অব সায়েন্স। পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হতে চেয়েছিলেন কিন্তু ভর্তি হননি। কলেজের সময় তিনি দুটি ইন্টার্নশিপ করেছিলেন এবং পরে তরঢ়২ প্রতিষ্ঠা করেন।


২. ল্যারি এলিসন

অরাকল কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। তার সম্পদ ২৭০.৯ বিলিয়ন ডলার।

শিক্ষাজীবন: ইউনিভার্সিটি অফ শিকাগো এবং ইউনিভার্সিটি অব ইলিনয়েসে অধ্যয়ন শুরু করেছিলেন, তবে ডিগ্রি সম্পন্ন করতে পারেননি।


৩. মার্ক জাকারবার্গ

মেটা কোম্পানির সিইও, যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অন্তর্ভুক্ত। তার সম্পদ  ২৫৩ বিলিয়ন ডলার।

শিক্ষাজীবন: হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, পরে ছেড়ে দিয়ে উদ্যোক্তা জীবনে মনোযোগ দেন। স্কুলে থাকাকালীন তিনি গণিতে একাধিক পুরস্কার জিতেছেন।


আরও পড়ুন: প্রতিদিন সকালে কিশমিশ ভেজানো পানি খেলে যেসব উপকারিতা পাবেন


৪. জেফ বেজোস

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ ২৩৯.৪ বিলিয়ন ডলার।

শিক্ষাজীবন: প্রিন্সটন ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেছেন।


৫. ল্যারি পেজ

গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সম্পদ ১৭৮.৩ বিলিয়ন ডলার।

শিক্ষাজীবন: ইউনিভার্সিটি অব মিশিগানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স সম্পন্ন করেছেন।


এসডি/