কবুতর চুরির অপবাদে কিশোরকে বাঁশে বেধে মধ্যযুগীয় নির্যাতন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহের ত্রিশালে কবুতর চোর অপবাদে এক কিশোরকে বাশেঁর খুটির সাথে বেধে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতনের স্বীকার হৃদয়ের বাবা বাদি হয়ে রবিবার সন্ধায় ৫ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ৪জনের বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি অভিযোগ করেন। নির্যাতনের স্বীকার হৃদয় (১৩) ত্রিশাল উপজেলার কাঠাঁল ইউনিয়নের বানিয়া ধলা গ্রামের পাল্লা শেখের বাড়ির মোঃ জলিল উদ্দিনের ছেলে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার দিবাগত মধ্যরাতে কাজ শেষ করে কিশোর হৃদয় (১৩) সাইকেল যুগে বাড়ি ফেরার পথে একই গ্রামের জামাল উদ্দিনের বাড়ি সামনে যাওয়া মাত্রই সাইকেল থামিয়ে কবুতর চুরির অপবাদ দিয়ে দোষারুপ করে। এতে প্রতিবাদ করা মাত্রই জামাল উদ্দিন সহ অন্যান্যরা হুমকি দিয়া বলে, "হাত-পা বাধিয়া ফেল"। পরে অজ্ঞাত কয়েক জনসহ তাদের বসত ঘরের সামনে একটি বাঁশের খুটির সাথে হাত-পা বেধে মারত্মক ভাবে শারীরিক নির্যাতন করে। পরে স্থানীয়দের সহযোগীতায় হৃদয়কে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ০৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত জামাল উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, হৃদয়কে হাতে নাতে আটক করি। পরে অজ্ঞাত কয়েকজন তাকে মারধর করে।
এ বিষয়ে কিশোর হৃদয়কে নির্যাতনের সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার এসআই কামরুল হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি হৃদয় কাজ শেষে বাড়ি ফেরার পথে জামাল উদ্দিনের বাড়ির সামনে গেলে তাকে কবুতর চোর সন্দেহে মারধর করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/