৫ হাজারে ২ লাখ সুদ আদায়, আরো টাকার জন্য শ্রমিকের সন্তানকে বিক্রি করে লাকী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সুদের টাকার জন্য ইটভাটার শ্রমিকের সন্তানকে বিক্রি করে দেয়ার ঘটনায় লাকী আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কাজী মহসিনের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সদর নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকা থেকে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল জানান, ‘অভাবের কারণে লাকী নামে ওই নারীর কাছ থেকে তিন বছর আগে ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন ইটভাটার শ্রমিক রানী। সেই ঋণের টাকার সুদ বাবদ ২ লাখ ১০ হাজার টাকা তার কাছ থেকে আদায় করা হয়। এরপর আরও ১ লাখ ৩ হাজার টাকা দাবি করেন লাকি।
সুদের টাকা আদায় করতে ওই নারীর ছেলেকে বিক্রি করে দেন লাকি। এ ঘটনায় শিশু পাচার আইনে মামলা হয়। সেই মামলায় লাকীকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগি স্বামী এখানও পলাতক।
তিনি আরও জানান, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকার দক্ষিণ পাশা এলাকা থেকে উদ্ধার হওয়া শিশুটিকে তার মা রানীর কাছে বিধি মোতাবেক ফিরিয়ে দিয়েছে আদালত।
এসএ/