চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪১ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত হলো দেশের সবচেয়ে বড় ধর্মীয় শোভাযাত্রা।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এ জশনে জুলুস।
আরও পড়ুন: রাঙামাটিতে দেশের প্রথম কলা গাছের সুতা দিয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরি
হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ দরুদ ও সালাম পাঠের মাধ্যমে শোভাযাত্রায় অংশ নিয়ে সৃষ্টি করেন এক আধ্যাত্মিক পরিবেশ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ বছর রাসুল (সা.)-এর শুভাগমনের ১৫০০ বছর পূর্তি এবং আনজুমান ট্রাস্টের শতবর্ষপূর্তি হওয়ায় এবারের জুলুস বিশেষ তাৎপর্য বহন করছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ২
শোভাযাত্রাকে শরিয়তসম্মত রাখতে ড্রাম সেট বাজানো, নারীদের অংশগ্রহণ ও খাবার ছোড়া নিষিদ্ধ করা হয়। গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার জানান, ১৯৭৪ সালে এই জুলুসের সূচনা হয়েছিল, যা এখন চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে গেছে।
জশনে জুলুসকে ঘিরে পুরো চট্টগ্রাম নগরী উৎসবমুখর হয়ে ওঠে। শহরের বিভিন্ন মোড়ে তোরণ, ব্যানার, ফেস্টুন ও পতাকায় সেজে ওঠে নগরীর সড়ক। এছাড়া অস্থায়ী দোকানপাটে ভরে ওঠে চারপাশ।
আরও পড়ুন: প্রতিরোধের মুখে পঞ্চম দিনেও পিছু গেল বুলডোজারসহ সকলেই
শোভাযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সদস্য মোতায়েন ছিল, ফলে পুরো আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়।
এএস