ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসে বিক্ষোভ

টানা তৃতীয় দিনের মতো ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৪ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫


টানা তৃতীয় দিনের মতো ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালাচ্ছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।


ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে সকাল ৭টা থেকে বিক্ষোভকারীরা গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে শত শত বাস, ট্রাক ও ছোট গাড়ি আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।


আরও পড়ুন: নরসিংদীতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে দুই ভাই নিহত


হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এবং আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় স্থানীয় শতাধিক মানুষ সড়কে অবস্থান নেন। একইভাবে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী, নওয়াপাড়া ও পুখুরিয়া এলাকায় বিক্ষোভকারীরা অবরোধ চালিয়ে যান। সকাল সাড়ে ৭টার পর থেকে ভাঙ্গা গোলচত্বরে আরও মানুষ জড়ো হয়ে অবস্থান নেন।


অবরোধকারীরা জানান, ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করার গেজেট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাদের দাবি, “ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই।” প্রয়োজনে দীর্ঘ সময় সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।


আরও পড়ুন: কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২


ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, ভোর থেকে দুই মহাসড়কে শত শত মানুষ সড়ক দখল করে বসে আছে। তাদের আন্দোলন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।


উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করে গেজেট প্রকাশ করে। এ সিদ্ধান্তের পর থেকেই স্থানীয়রা টানা বিক্ষোভ, অবরোধ, মানববন্ধন এবং আদালতে রিট দায়ের করে আসছেন।


এএস