নরসিংদীতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে দুই ভাই নিহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:১৫ পিএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫


নরসিংদীতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে দুই ভাই নিহত
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন চাচা ও চাচাতো ভাইয়েরা। নিহতরা হলেন রানা মিয়া (৩২) ও মনিরুল ইসলাম সোহাগ (৪০)। তারা ওই গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসাদুজ্জামানের ছেলে।


বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।


আরও পড়ুন: পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ


পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিকেলে প্রতিবেশী চাচা মামুন মিয়ার সঙ্গে বাড়ির উঠানে টিউবওয়েলের পানি আসা নিয়ে ঝগড়া হয়। পরে সন্ধ্যায় চাচা মামুন মিয়া ও তার দুই ছেলে বিদ্যুৎ ও দিদার ধারালো ছুরি নিয়ে রানা ও সোহাগের ওপর হামলা চালায়।


এ সময় তাদের ছুরিকাঘাতে রানা মিয়া ঘটনাস্থলেই মারা যায়। একই সঙ্গে গুরুতর আহত হয় মনিরুল ইসলাম। পরে তাদের আত্মচিৎকারে আশপাশের মানুষ ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।


আরও পড়ুন: যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী


এদিকে গুরুতর আহত অবস্থায় মনিরুলকে শিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


শিবপুর থানার ওসি আফজাল হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।


এমএল/