শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৫৬ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫


শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে ময়লার খাল উদ্ধারের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। 


সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার যাদুয়ারচর এলাকায় ‘ময়লা খাল’ নামে পরিচিত খালটি পুনরুদ্ধারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।


জানা গেছে, প্রায় ১২ শত মিটার দীর্ঘ এই খালটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পানি চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। এতে সামান্য বৃষ্টি হলেই পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। খালটির ময়লা অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।


অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। এসময় সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, সেনাবাহিনী ও পুলিশের একটি টিম উপস্থিত ছিল।


ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, খালের বিভিন্ন জায়গায় কিছু অসাধু মানুষ প্রতিবন্ধকতা সৃষ্টি করে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে। এর কারণে অনেক পরিবার জলাবদ্ধতার শিকার হচ্ছে। আমরা জলাবদ্ধতা নিরসনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।


সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, এই খালের প্রবাহ বন্ধ হওয়ার কারণে পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছেন। অতি দ্রুত খালটি পুনরুদ্ধারে কাজ করছে প্রশাসন।ৎ


আরএক্স/