সুষ্ঠু নির্বাচন ব্যর্থ হলে অর্জন বলতে কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১০ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে না পারলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কাজ এগিয়ে চলেছে।
সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, এটি করার ক্ষমতা কেবলমাত্র নির্বাচিত জাতীয় সংসদের হাতে রয়েছে। অন্য কোনো পথে সংবিধান সংশোধন হলে তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
আরও পড়ুন: কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ
বিএনপি নেতা আরও বলেন, সরকারের সাফল্য যেমন আছে, ব্যর্থতাও রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা না গেলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না।
অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারাও বলেন, ভোট প্রক্রিয়া নিয়ে মানুষের যে উদ্বেগ ও দুশ্চিন্তা রয়েছে, তা দূর করার দায়িত্ব সরকারেরই।
এএস