কৃষক ও জনপ্রতিনিধির অর্থে নির্মিত বাঁধ ভেঙ্গে তলিয়ে গেল রাঙ্গামাটি হাওর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কৃষক ও জনপ্রতিনিধির অর্থে নির্মিত বাঁধ ভেঙ্গে তলিয়ে গেল রাঙ্গামাটি হাওর

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলাধীন ভারত সীমান্তবর্তী উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ফসল রক্ষা বাঁধটি ভেঙ্গে রাঙ্গামাটির হাওরে পাহাড়ী ঢলের পানি ডুকে তলিয়ে গেছে প্রায় কাচা পাকা প্রায় ১শ হেক্টর বোরো ফসলী জমি।

স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায় ঐ বাঁধটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় আসেনি। কিন্তু যতেষ্ট ফসলি জমি রয়েছে। প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধটি নির্মান করা হয় কৃষক ও নবনির্বাচিত চেয়ারম্যান নুরনবী তালুকদারের অর্থায়নে। 

তিনি বলেন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে আমি আসার পর কোন বরাদ্দ ছিলনা। মাঝেরছড়া,বাঙ্গালভিটা,বীরেন্দ্র নহর সহ ইন্দ্রপুর গ্রামের কৃষকদের সহায়তা ও আমার ব্যাক্তিগত তহবিল প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ব্যায় করেও  রাঙ্গামাটি নামক হাওরটি শেষ রক্ষা হয়নি। বুধবার (২০এপ্রিল) সকাল ১১টার সময় সময় বাঁধটির উপর দিয়ে পানি গড়িয়ে ভেঙ্গে তলিয়ে গেছে ১শত হেক্টর বোরো জমি।

সম্পূর্ণ জমি পানিতে তলিয়ে যাওয়া জমি দেখে মনের দুঃখে কেউবা রয়েছেন বাঁধে দাড়িয়ে কেহ মনমরা হয়ে কাটছেন কাচা ধানের কয়েক মুটি।

এসএ/