র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাতসর্দার নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাতসর্দার নিহত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আলমমারা এলাকায় র‍্যাবের গাড়িতে ডাকাত সদস্যদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।

 বুধবার (২০ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেছেন নিহত ব্যাক্তি ডাকাত দলের সর্দার কাওসার হোসেন।

তিনি জানান, রাতে সশস্ত্র সন্ত্রাসীরা র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপর সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাব সদস্যদের গুলি-বিনিময় হয়। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তারা ৮ থেকে ১০ জনের একদল ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে গেলে দু'পক্ষের গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজন ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেখানে র‍্যাব সদর দপ্তরের ফরেনসিক টিম কাজ করছে।

জ আই/