অরক্ষিত রেলক্রসিং, কাটা পড়লেন ২ জন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অরক্ষিত রেলক্রসিং, কাটা পড়লেন ২ জন

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে তারাকান্দি গামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। সোমবার (৯ মে) দুপুর সাড়ে তিনটায় উপজেলার জামতলা মোড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সিরাজগঞ্জ উপজেলার শাহবাজপুর উপজেলার মোনাকষা গ্রামের মরহুম আমজাদ হোসেনের ছেলে আলী হাসান (৩৫) ও জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল বিলপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে সুলতান আহমেদ (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে সাতপোয়া গ্রামের দিক থেকে একটি মোটর সাইকেল পার হচ্ছিল। এসময় কোন হর্ণ না বাজিয়েই ট্রেন প্রবেশ করে। পরে ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল দুমড়ে মুচড়ে যায়।তাৎক্ষনিক ঘটনাস্থলেই মোটর সাইকেলের ২ আরোহী  মারা যায়।

সরিষাবাড়ী রেলওয়ে থানা পুলিশের এস আই মুজিবুল হক, পুলিশের ডিএসবির এসআই মজনু, এএসআই হামিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান সন্ধি জানান, হাসপাতালে নিয়ে আসার পুর্বেই দুজনই মারা যায়।

এসএ/