মানিকগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মানিকগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের সাথে বিপরীতমুখী গ্রামীণ সেবা গ্রিন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন কমপক্ষে ২৫ যাত্রী।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ারসার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে তাদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালসহ স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে। দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
এসএ/