মুন্সীগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মুন্সীগঞ্জের শ্রীনগরে মালবাহী পিক-আপ ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৩ জন আহত হয়েছে। বুধবার দুপুর পৌঁনে ২টার দিকে উপজেলার ডাকবাংলো সংলগ্ন শ্রীনগর টু মুন্সীগঞ্জ মহাসড়কের উপর এর দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রাদের সহায়তায় শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরনবী(১৪) নামে এক অটো যাত্রীকে মৃত ঘোষণা করেন এবং আহত অটো চালক রুবেল(২৫), যাত্রী জিহাদ(১৮), তুষার(১৭) দের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
নিহত নুরনবী উপজেলার খৈয়াগাও গ্রামের নুরুল হকের ছেলে, আহত অটো চালক রুবেল ষোলঘর এলাকার হাশেমের ছেলে, যাত্রী তুষার হাসাড়া পালেরবাড়ী এলাকার সাইদুলের ভাতিজা, জিহাদ হাসাড়া নয়াপাড়া এলাকার জুলহাস শেখের ছেলে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শ্রীনগর হতে ছনাবাড়ী গামী মালবাহী পিকআপ নং-ডিএম ন-১৭-৮৮১০ এর চালক বেপরোয়া গতিতে পিক-আপ চালিয়ে ডাকবাংলোর মোড়ে পাকা রাস্তার উপর পৌছে ছনবাড়ী হতে শ্রীনগর গামী অটোরিক্সাকে স্ব-জোড়ে মুখোমুখি ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গিয়ে অটোরিক্সাতে থাকা চালক রুবেলসহ যাত্রীরা গুরত্বর আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কমীরা দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরনবীকে মৃত ঘোষণা করেন এবং আহত অটো চালক রুবেল,যাত্রী জিহাদ, তুষারদের অবস্থা আশংকাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক চালকসহ মালবাহী পিক-আপ আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
শ্রীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) জাকির বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘাতক চালকসহ পিক-আপ আটক করেছি এবং আইনী প্রক্রিয়া শেষে মৃত নুরনবীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ/