সিঁদ কেটে শিশু চুরি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সিঁদ কেটে শিশু চুরি

মৌলভীবাজারের কুলাউড়ায় বসতঘরের সিঁদ কেটে মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় হাবিবুর রহমান মাহিন নামে ৩ বছরের এক শিশুকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে।

মাহিনের মা লিজা বেগম জানান, মাহিনের পিতা দুবাই প্রবাসী থাকায় তিনি সন্তানকে নিয়ে কৌলা গ্রামে বাবার বাড়ি থাকতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি মাহিনকে নিয়ে ঘুমাতে যান। রাত ২টার দিকে হঠাৎ ঘুম ভাঙলে মাহিনকে বিছানায় না দেখতে পেয়ে ঘরে খুঁজতে থাকেন। একপর্যায়ে ঘরের সিঁদ কাটা দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে পরিবারের সবাই এসে দেখতে পান সিঁদ কেটে শিশু মাহিনকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে তারা পুলিশকে খবর দিলে ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একটি দল।

ঘটনার পর থেকেই সন্তানহারা মা লিজা বেগম পাগল প্রায়। হৃদয় বিদারক এই ঘটনাটি শোনার পর সকাল থেকেই ঘটনাস্থল কৌলা গ্রামে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, নিখোঁজ শিশু মাহিনকে উদ্ধার করতে পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে।

এসএ/