চুয়াডাঙ্গায় রেললাইনে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মাথা বিচ্ছিন্ন মরদেহ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চুয়াডাঙ্গায় রেললাইনে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মাথা বিচ্ছিন্ন মরদেহ

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

বুধবার (১১ মে) সকাল পৌনে ১০ টার দিকে শহরের পাঁচ ফোকেটের ১৪০/১ ও ১৪০/২ পিলারের মাঝামাঝিস্থানে মরদেহ উদ্ধার করা হয়। যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। তার গায়ে ছিল লাল রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। 

পুলিশের ধারণা, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে এই যুবক। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসএই) মাসুদ রানা জনবাণীকে বলেন, পাঁচ ফোকেটের অদূরে অজ্ঞাত যুবকের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় সনাক্তের কাজ চলছে। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এসএ/