সরকার নয়, বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদত্যাগ কেন আমরা করবো, পদত্যাগ করবে মির্জা ফখরুলসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।’
তিনি বলেন, ‘আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে ব্যর্থতার জন্য মির্জা ফখরুলসহ বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত।’
বৃহস্পতিবার (১২ মে) ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশের মানুষ মনে করে বাংলাদেশের ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোন বিকল্প নেই উল্লেখ করে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘আজকে ভাবুন পঁচাত্তরের পর এতো সৎ, এতো পরিশ্রমী, এতো দক্ষ, এতো জনপ্রিয় নেতা কি আর একজন এসেছে বাংলাদেশে।’
পদ্মা পাড়ের মায়াবী শহর ফরিদপুর বঙ্গবন্ধুর শহর, শেখ হাসিনার শহর, অনেক বীরের জন্ম এই ফরিদপুরে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই জেলার উন্নয়নে শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক।’
ওবায়দুল কাদের বলেন, ‘ফরিদপুরে বহুদিন পরে সম্মেলন হচ্ছে। বিগত কয়েক বছরে ফরিদপুরের রাজনীতিতে সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সুখকর নয়। অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। অনেক রক্তপাত হয়েছে। উপজেলা পর্যায়েও হয়েছে। ফরিদপুর শহরেও হয়েছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ করে কোটি কোটি টাকা পাচার করে, এরা কারা? এদের চিহ্নিত করতে হবে। নয়া নেতৃত্ব নির্বাচনে কেন্দ্রীয় নেতারা আছেন, আপনারা দেখবেন এসব টাকা পাচারকারীদের পুনরাবৃত্তি যেন আর না ঘটে। যারা চিহ্নিত মাদকসেবক, মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত ভূমিদস্যু, চিহ্নিত চাঁদাবাজ তাদের কোনো অবস্থায়, দলের কোনো পর্যায়ের নেতৃত্বে রাখা যাবে না।’
কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেন, ‘যারা নির্বাচনে আওয়ামী লীগের, শেখ হাসিনার নৌকার বিরোধিতা করেছে, মদদ দিয়েছে, তাদের বাইরে রেখে সম্মেলন প্রস্তুতি কমিটি করে সম্মেলন করতে হবে।’
ওআ/