চা পাতার ন্যায্যমূল্যের দাবিতে তেঁতুলিয়ায় চাষীদের মানববন্ধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চা পাতার ন্যায্যমূল্যের দাবিতে তেঁতুলিয়ায় চাষীদের মানববন্ধন

কাঁচা চাপাতার ন্যায্যমূল্যের দাবীতে পঞ্চগড়ের তেতুঁলিয়ায় বুধবার বিকেলে চা চাষীরা মানবন্ধন কর্মসূচী পালন করেছে। দেশের তৃতীয় চা অঞ্চল উত্তরের জেলা পঞ্চগড়ে প্রতিনিয়ত বাড়ছে চায়ের আবাদ। কিন্তু এই উৎপাদিত কাচাঁ চা পাতার দাম না পাওয়ায় চা চাষে উৎসাহ হারিয়ে ফেলছে অনেক কৃষক। 

তারা অনতিবিলম্বে চা পাতার ন্যায্যমূল্যের দাবী করেছেন। তাদের দাবী মানা হলে কঠোর কর্মসূচীর হুঁসিয়ারী দেন মানববন্ধনে।  পঞ্চগড়ের চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো সিন্ডিকেট করে কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ করছে।

সেই সাথে কারখানায় বিক্রয় করতে আনা কাঁচা চা পাতার ওজন থেকে শতকরা ২০-২৫ ভাগ কর্তন করে রাখছে। এতে করে লোকসানের মূখে পড়েছে ক্ষুদ্র চা চাষীরা। চলতি বছরের চা পাতা তোলার মৌসূম শুরুর পর থেকে চা কারখানাগুলো প্রতিকেজি কাঁচা চা পাতা ২০-২২ টাকা দরে ক্রয় করলেও এখন তারা ১২-১৩ টাকা দরেও কিনছে না। এতে করে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে ক্ষুদ্র চা চাষীরা। 

বুধবার (১১ মে) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা এলাকায় চা পাতা ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে তেঁতুলিয়া উপজেলার চা চাষীরা। তেঁতুলিয়া উপজেলার চা চাষী আহসান হাবিবের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, পঞ্চগড় জেলা কৃষকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট আজিজার রহমান আজু, পঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য মাসুদ করিম, স্থানীয় ক্ষুদ্র চা চাষী সাদ্দাম হোসেন, আবু হানিফ, কবির হোসেন, আব্দুল মতিন, রিয়াজুল ইসলাম,  আব্দুল হাকিমসহ চা চাষীরা বক্তব্য দেন। কর্মসূচিতে তেঁতুলিয়া উপজেলার কয়েকশ ক্ষুদ্র চা চাষী অংশ নেন।  

বক্তারা বলেন, অকশন মার্কেটে চায়ের ভাল দাম থাকলেও পঞ্চগড়ের চা কারখানা মালিকরা সিন্ডিকেট করে কাঁচা চা পাতা কিনছে। মৌসূমের শুরুতে কারখানা মালিকরা প্রতিযোগিতা করে প্রতিকেজি চা পাতা ২০-২২ টাকা দরে কিনতে শুরু করে। কিন্তু কিছুদিন না যেতেই তারা সিন্ডিকেট করে পাতার দাম কমাতে থাকে। বর্তমানে তারা ১২-১৩ টাকা কেজি দরেও চা পাতা কিনছে না। কারখানার মালিকরা রাতের আঁধারে ভালো মানের চা পাচার করছে। অঅর নিম্মমানের চা তারা অকশনে দিচ্ছে। ফলে অকশনে পঞ্চগড়ের চাএর দাম নিম্মপর্যায়ে। এছাড়া নিম্মানের চাএর জন্য এ অঞ্চলের সুনাম নষ্ট হচ্ছে ।

এছাড়া কারখানায় বিক্রয়ের জন্য আনা কাঁচা চা পাতার ওজন থেকে তারা শতকরা ২০-২২ ভাগ কর্তন করছে। এতে করে চা চাষীদের কাঁচা চা পাতার দাম পড়ছে ১০-১১ টাকায়। অথচ প্রতি কেজি কাঁচা চা পাতার উৎপাদন খরচ পড়ে ১৫-১৬ টাকা। যে কারণে পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প কারখানা পঞ্চগড় চিনিকল বন্ধ হয়ে গেছে একইভাবে এই সিন্ডিকেট পঞ্চগড়ের চা শিল্পকে ধংসের পায়তারা করছে। তারা অবিলম্বে চা চাষীদের উৎপাদিত কাঁচা চা পাতার ন্যায্যমূল্য দেয়ার দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে চা চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করা বলে তারা হুশিয়ারি দেন।

এসএ/