ভুট্টা ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে ফারজানা আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
রবিবার (১৫ মে) সকালে উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামের একটি ভুট্টা ক্ষেতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ফারজানা আক্তার ককোয়াবাড়ি এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় মুন্সিরহাট মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ভুট্টা ক্ষেতে কাজে গিয়ে ফারজানা আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করে পালিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জি আই/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
