মৃত্যুর খবর না জানিয়ে স্ত্রীর লাশ বাবার বাড়ি পাঠালেন স্বামী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মৃত্যুর খবর না জানিয়ে স্ত্রীর লাশ বাবার বাড়ি পাঠালেন স্বামী

গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের গৈয়ারপাড় গ্রামের কেরামত আলীর ছেলে রাসেলের (৩০) স্ত্রী রুকসানা আক্তার সাদিয়ার (২৮) রহস্যজনক  মৃত্যু হয়েছে বলে জানা যায়।

শ্বশুরবাড়ীর লোকজনের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বাভাবিক ভাবেই ঘুমাতে যান রোকসানা। শুক্রবার সকাল ১০ টার দিকে এম্বুলেন্সে করে তার লাশ পাঠিয়ে দেয় তার স্বামী।

এ বিষয়ে তার বড় ভাই আনোয়ার হোসেন জনবাণীকে বলেন, আমার বোন সুস্থ অবস্থায় ছিলো। আজ শুক্রবার সকালবেলা শুনতে পেরেছি ময়মনসিংহ থেকে এম্বুলেন্স করে রাসেল আমার বোনকে মৃত অবস্থায় পাঠিয়ে দিয়েছে। 

মৃত রুকসানার চাচা আবুল হোসেন বলেন, রাসেল আমার ভাতিজিকে মেরে ফেলেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি । 

এ বিষয়ে মৃত রোকসানার শ্বশুর কেরামত আলীর কাছে জানতে চাইলে তার ছেলের সম্পর্কে সে কিছুই বলতে পারবেনা বলে জানায়।

পাগলা থানার ওসি তদন্ত সুমন চন্দ্র রায় জনবাণীকে বলেন, আমরা শুনে ঘটনাস্থলে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।