পণ্যবাহী ট্রাক নিয়ে ভেঙ্গে পড়লো বেইলি সেতু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন উপজেলা ডাওরী বাজার এলাকায় বাইপাস সড়কে নির্মাণাধীন বেইলি ব্রিজ ভেঙে একটি পাথর বোঝাই ট্রাক, একটি প্রাইভেটকার সহ দুইটি ইজিবাইক ও একটি অটোরিকশা খালের মধ্যে পড়ে গেছে।
মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। এতে ইজিবাইক ও অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন এবং ভোলা-চরফ্যাশন মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা থেকে পাথর ভর্তি একটি ট্রাক চরফ্যাশনের উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকটি লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকার অস্থায়ী বাইপাস বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ট্রাকটিসহ আরও কয়েকটি যানবাহন নিয়ে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অন্যান্য যানবাহনে থাকা ৩ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেয়।
পরে লালমোহন থানা পুলিশ ও ভোলা ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে ট্রাক ও অন্যান্য যানবাহন উদ্ধার অভিযান শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে বারটা) একটি ইজিবাইক ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এখনও অন্যান্য যানবাহন উদ্ধারের চেষ্টা চলছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, ভোলা-চরফ্যাশন মহাসড়ক প্রসস্থ ও সংস্করণের কাজ চলছে। যার জন্য অস্থায়ী একটি বাইপাস বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছে। আজ সকালে পাথর ভর্তি একটি ট্রাক যখন ব্রিজটি অতিক্রম করছিল। ঠিক তখনই ট্রাক আরও কয়েকটি যানবাহনসহ ব্রিজটি ভেঙে ডাওরী খালের মধ্যে পড়ে যায়।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ভোলা ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযানে নেমেছে।
এসএ/