টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের উধাও গৃহবধু, উদ্ধার করলো পিবিআই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আমেনা আক্তার ও সাইদুল ইসলামের বিয়ে হয় প্রায় সতেরো বছর পূর্বে। বিয়ের পর তারা ঢাকাই বসবাস করতেন। বিয়ের পর তাদের কোল জুড়ে দুইটি সন্তান আসে। এরই মধ্যে আমেনা আক্তারের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার দক্ষিন চরমার্টিন গ্রামের বেলায়েতের সাথে পরিচয় থেকে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই সম্পর্কের জের ধরে গত ৮ জানুয়ারি আমেনা আক্তার ঢাকার উত্তরা বাসা থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিক বেলায়েতের হাত ধরে পালিয়ে যায়।
অপরদিকে বেলায়েত তার পরিবারকে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে ওমানের রাজধানী মাসকট যাওয়ার কথা জানায়। সাইদুল বাসায় এসে তার স্ত্রীকে এবং টাকা স্বর্ণালঙ্কার না পেয়ে ৯ জানুয়ারি ডিএমপি ঢাকা উত্তরা পশ্চিম থানায় একটি সাধারন ডায়েরী করেন যার জিডি নং ৬২২।
সাধারন ডায়েরীটি পিবিআই হেডকোয়ার্টার্স থেকে নরসিংদী পিবিআই অফিসে পাঠাযয়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়। পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নানের দিক নির্দেশনায় পিবিআই পুলিশ পরিদর্শক মোস্তফা খায়রল বাশারের নেতৃত্বে একটি টিম টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারের জন্য নরসিংদীসহ আশেপাশের বিভিন্ন জেলায় উদ্ধার অভিযান চালায়।
গত ১৩ জানুয়ারি ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানার বাসাইল এলাকার ওসমানের বাড়ি হতে গৃহবধু ও তার পরকীয়া প্রেমিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১২ লাখ ৭০ হাজার টাকা সহ দুই ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। বাকি টাকা তারা খরচ করে ফেলেছে জানায়। উদ্ধারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মোস্তফা খায়রল বাশার ভিকটিম, দুই ভরি স্বর্ণালঙ্কার ও ১২ লাখ ৭০ হাজার টাকা সাইদুল ইসলামকে বুঝিয়ে দেন।
এ সংক্রান্তে আইনগত অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।
এসএ/