পিকআপভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অরক্ষিত একটি রেলগেটে পিকআপভ্যানে ট্রেনের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। উপজেলার আড়িখোলা রেলস্টেশনের অদূরে নলছাটা এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আড়িখোলা স্টেশনের মাস্টার কামরুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার বলেন, শনিবার (২১ মে) সকালে আড়িখোলা রেলস্টেশনের অদূরে নলছাটা এলাকায় একটি অরক্ষিত রেলগেটে নাগরি এলাকা থেকে যাওয়া একটি তালভর্তি পিকআপভ্যানের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানটি দূরে ছিটকে পড়ে। এতে পিকআপভ্যানে থাকা তিন জন ঘটনাস্থলেই নিহত।
এসএ/