স্ত্রীর ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


স্ত্রীর ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর

জানালা বন্ধ করা নিয়ে প্রবাসী স্বামী তাজুল ইসলামের (৫০) সঙ্গে তোহার ঝগড়া হয়। এ নিয়ে তাজুল তোহাকে মারধর করেন। এ ঘটনার পর তোহা ধাক্কা মেরে টেবিলের ওপর থেকে স্বামীকে ফেলে দিলে তাজুল মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২০ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার (২১ মে) সকালে নিহতের বাবা এমরান মোল্লা সামসিয়া আক্তার তোহাসহ দুজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপরই পুলিশ তাজুল ইসলামের স্ত্রী সামসিয়া আক্তার তোহাকে (৪৫) গ্রেফতার করেছে। নিহত তাজুল ইসলাম ঘাটিয়ারা গ্রামের এমরান মোল্লার ছেলে।

পুলিশ জানায়, তাজুল ইসলাম দীর্ঘ ২৪ বছর সৌদি আরবে চাকরি করতেন। গত দুই মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন। শুক্রবার রাতে ঘরের জানালা বন্ধ করা নিয়ে তাজুল ইসলামের সঙ্গে তোহার ঝগড়া হয়। এর এক পর্যায়ে তাজুল ইসলাম প্রথমে তোহাকে থাপ্পড় মারেন। এ নিয়ে তোহা তাজুলকে গালিগালাজ করেন। এরপর তাজুল তোহাকে পরে মারধর করেন। এ ঘটনার পর তোহা তাজুলকে ধাক্কা মেরে ঘরে থাকা টেবিলের ওপর থেকে ফেলে দিলে তাজুল মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তোহাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‌‘এ ঘটনায় শনিবার নিহতের বাবা এমরান মোল্লা বাদী হয়ে সদর মডেল থানায় তোহাসহ দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আমরা তোহাকে গ্রেফতার করেছি। নিহত তাজুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ‘

এসএ/