ইটের আঘাতে গৃহবধুকে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইটের আঘাতে গৃহবধুকে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

নওগাঁর আত্রাইয়ে গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার (২২ মে) সকাল ১১টায় উপজেলার ভাঙ্গা জাঙ্গাল বাজারে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধন চলা কালীন সময়ে নিহত সুখির পরিবার ছাড়াও প্রায় শতাধিক এলাকাবাসী অংশ নেন। 

মানববন্ধনে নিহত সুখির মা আরজান বেগম বলেন, আমার স্বামী এক জন প্রতিবন্ধী। গত ১৭ আগষ্ট/ ২১ পারিবারিক ভাবে একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে রাসেল হোসেনের সাথে আমার মেয়ের বিয়ে হয় কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই রাসেল সুখি খাতুনকে যৌতুকের জন্য মারধর শুরু করে। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হই আমরা। অবশেষে গত ১২ মে রাতে রাসেল ও তার পরিবারের সদস্যদের সহযোগিতায় যৌতুকের জন্য সুখির সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে ইট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে সুখি মৃত্যু বরন করে। আমি হত্যাকারীদের বিচার চাই। 

মানববন্ধনে অন্যন্যারদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য জহরুল ইসলাম জাহেদ, অহিদুর রহমান, রুস্তম আলী মোহাম্মদ সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ। 

এসময় বক্তারা বলেন, যৌতুকের কারণে সুখিকে হত্যা করেছে তার স্বামী রাসেল ও তার পরিবারের সদস্যরা। হত্যাকারিদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি করেন তারা। 

স্থানীয়রা জানায়, রাসেলের পরিবার এলাকায় খুনি পরিবার বলে পরিচিত। ইতোপূর্বে তুচ্ছ ঘটনায় রাসেল এ ব্যক্তিকে খুন করেন। তাছাড়া তার বড় ভাইও আরেক ব্যক্তিকে খুন করে। এছাড়া রাসেল মাদকসেবী ও ব্যবসা করেন বলে তারা জানান। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে আত্রাই থানার ও‘সি আদালতে মামলা করার জন্য পরামর্শ দেন। পরে নিহত সুখির মা আরজান বেগম গত ১৮ই মে ৬ জনকে আসামী করে নওগাঁ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালে একটি হত্যা মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলাটি এজাহার হিসাবে গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আত্রাই থানার ও‘সি কে নির্দেশ দেন। 

এ ঘটনায় আত্রাই থানার ও‘সি আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক ভাবে ভিকটিমের শরীরে স্পষ্ট কোন জখমের দাগ না দেখা যাওয়ায় থানায় একটি ইউ.ডি মামলা করে মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠালে তার মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন শেষে সুখির পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। মামলার আদালতের আদেশ এখনো হাতে পাইনি। আদেশ পেলে আইনগত ব্যবস্থা নিব। 

এসএ/