প্রেম করে বিয়ে করায় বেয়াইনের ছুরিকাঘাতে বেয়াই নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহে প্রেম করে বিয়ে করায় বেয়াই রফিকুল ইসলাম (৪০) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা অভিযোগ বেয়াইন ও তার ভাইদের বিরুদ্ধে।
রবিবার (২২ মে) সন্ধ্যার পর মহানগরীর মাসকান্দা দক্ষিণ পাড়া শাহী মসজিদের পাশের দোকানে এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নয়ন আলীর ছেলে। কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হেসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত রমজান মাসে রফিকুল ইসলামের মেয়ে ওই এলাকার রানু বেগমের ছেলে প্রেম করে বিয়ে করে। তবে, রানু বেগম বিষয়টি মেনে নেয়নি। এই নিয়ে দুই পরিবারের বিবাদ চলে আসছিল। ঘটনার দিন রানু ও তার দুই ভাই আনিসুর ও সাদ্দামকে সাথে নিয়ে মাসকান্দা দক্ষিণ পাড়া শাহী মসজিদের পাশের একটি দোকানে রফিকুল ইসলামকে উপর্যপরি ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ফারুক হেসেন আরও বলেন, ‘আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এসএ/