প্রেমের বিয়ে, মেহেদীর রং না শুকাতেই কলেজ ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিয়ের মাত্র ২০ দিনের ব্যবধানে হাতের মেহেদীর রং না শুকাতেই জীবনের আলো নিভে গেল আলোর। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে আলো।
নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের আইয়ুব আলীর মেয়ে আলো। এ বছর বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে। মানবিক বিভাগ থেকে জিপিও -৫ পায়। মোবাইল ফোনে পরিচয় সুত্র ধরে ঈদুল ফিতরের পরেরদিন আলোর মতামতে বিয়ে দেন তাঁর বাবা-মা।
এলাকাবাসী জানায়, ঈদুল ফিতরের পরেরদিন গত ৪ মে আলো খাতুনের মতামত উপেক্ষা করে রাজশাহী পুঠিয়ার ঝলমলিয়া গ্রামের এক বিকাশ এজেন্ট ম্যানেজারের সঙ্গে বিয়ে দেয় বাবা-মা। বিয়ে সম্পন্ন হলেও আলো খাতুন কয়েকদিন থেকে বাপের বাড়িতেই ছিলেন। স্বামীর সাথে মনমালিন্যের কারনে হতাশায় ছিলো সে। মা বাজারে গেলে এ সুযোগে ঘরের তীরের সাথে রশি বেঁধে আত্মহত্যা করে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় শয়ন ঘরে আলো খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতন্তের রির্পোট পাওয়ার পর বিষয়টি জানা যাবে।
এসএ/