অভাবে চিকিৎসা করাতে না পেরে বিষপানে কৃষকের আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে মুক্তার হোসেন (৪৫) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে বিষপান করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তার হোসেন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মীরপাড়ার মৃত আকবর আলীর ছেলে।
পরিবারের সদস্যদের দাবি, মুক্তার আলী দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। টাকার অভাবে নিজের চিকিৎসা করাতে না পেরে অভিমানে আত্মহত্যা করে।
মুক্তার আলীর মেয়ে নাজমিন খাতুন দৈনিক জনবাণীকে বলেন, ‘আমার বাবা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে কোন রকম সংসার চালাতো। বেশ কিছুদিন যাবত মাজা, পেট মাথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি। দীর্ঘদিন অসুস্থতার কারণে সংসার চালাতেও বেগ পেতে হচ্ছিল। এছাড়া টাকার অভাবে নিজের চিকিৎসাও করাতে পারতো না । এ জন্য আজ সকালে অভিমান করে সকলের অগচরে বিষপান করে। ঘন্টাখানেক পর অসুস্থ হয়ে পড়লে বিষপানের বিষয়টি জানতে পারি আমরা। ততক্ষনে দেরি হয়ে গেছে। পরে বাবাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।’
স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান দৈনিক জনবাণীকে বলেন, ‘মুক্তার আলী খুবই দরিদ্র ছিলেন। কৃষি কাজ করে কোন রকম সংসার চালাতেন। দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি। ঠিকঠাক মত চিকিৎসাও করাতে পারতো না। তাই বিষপান আত্মহত্যা করেছে বলে জেনেছি।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান দৈনিক জনবাণীকে বলেন, ‘সকালে মুক্তার আলী বিষপান করেছে জানিয়ে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। পরিক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক দৈনিক জনবাণীকে বলেন, ‘দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল মুক্তার আলী। তাই রাগান্তিত হয়ে বিষপানে আত্মহত্যা করেছে। অভিযোগ না থাকায় অবেদনের পেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’
এসএ/