১২ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


১২ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৭ মে) রাত ১০টার দিকে মৌচাক রেল স্টেশন এলাকায় লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে উত্তর ও উত্তর-পশ্চিমবঙ্গগামী রেল চলাচল ১২ ঘণ্টা বন্ধ থাকে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা-রাজশাহী রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এক পর্যায়ে শনিবার সকাল ৮টার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনে তুলতে সক্ষম হয়। পরে রেল লাইনের ক্ষতিগ্রস্ত কিছু অংশ মেরামত শেষে সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা রাজশাহী রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার পর বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে ছিল। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ওআ/