চালককে মারপিট করে যাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নেত্রকোনায় ইজিবাইক চালককে মারপিট করে নারী যাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগে বিকাশ নামের এক যুবককে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।
শনিবার (২৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে বাররি বাজারে আসার পথে বিকাশ চন্দ্র (৩৮) কে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানান যায়, শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় এক নারী যাত্রী ইজি বাইকে করে মদন থেকে কেন্দুয়া যাওয়ার পথে উপজেলার বাড়রী নামক স্থানে তিন যুবক ওই ইজিবাইকে যাত্রী বেশে ওঠেন। পরে সুযোগ বুঝে চালককে মারপিট করে ওই নারীকে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন এক যুবক। ওইদিন রাতেই ভুক্তভোগীর ভাই অজ্ঞাত তিনজনের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘ধর্ষণ মামলায় অভিযুক্ত বিকাশ নামে এক ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রোববার তাকে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে।’
এসএ/