হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


হবিগঞ্জের  শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন

হবিগঞ্জে অবস্থিত শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রবিবার (২৯ মে) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে  ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে পল্লীবিদ্যুৎ সমিতি জানিয়েছে।

হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ম্যানেজার (জিএম) মো. মোতাহার হোসেন বলেন, সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির শাহজিবাজার ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এরপর ট্রান্সফরমারটিতে আগুন ধরে। তবে এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কোনটিরই ব্যাঘাত ঘটেনি।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।  

জি আই/