Logo

সফল ব্যক্তিরা কেন প্রতিদিন একই পোশাক পরেন?

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
17Shares
সফল ব্যক্তিরা কেন প্রতিদিন একই পোশাক পরেন?
ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: বেশিরভাগ সফল ব্যক্তিই প্রতিদিন একই পোশাক পরেন, যদি না তাদের পেশাগত কারণে অন্য কোনো পোশাক পরতে হয়? মার্ক জাকারবার্গ জানিয়েছেন, একই পো...

বিজ্ঞাপন

লাইফস্টাইল ডেস্ক: বেশিরভাগ সফল ব্যক্তিই প্রতিদিন একই পোশাক পরেন, যদি না তাদের পেশাগত কারণে অন্য কোনো পোশাক পরতে হয়? মার্ক জাকারবার্গ জানিয়েছেন, একই পোশাক বেছে নেওয়ার বিষয়টি তাকে কিছুটা মানসিক শক্তি সঞ্চয় করতে সাহায্য করেছে। মার্ক থেকে রতন টাটা, স্টিভ জবস থেকে বারাক ওবামা পর্যন্ত, প্রত্যেকেই প্রতিদিন একই পোশাক পরেন। এর বেশ কিছু কারণ রয়েছে! 

জেনে নিন সেই কারণগুলো-

বিজ্ঞাপন

আপনাকে নিশ্চয়ই বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়? সেখানে পরিপাটিভাবে নিজেকে উপস্থাপন করা জরুরি। এদিকে কোন অনুষ্ঠানে কী পরবেন তা নিয়ে আপনাকে চিন্তিত থাকতে হয়। এই অপ্রয়োজনীয় চিন্তা সহজেই এড়িয়ে চলতে পারেন সফল ব্যক্তিরা। কারণ তারা প্রতিদিন একই পোশাক পরে থাকেন।

যখন আমাদের অনেক কাপড় থাকে, তখন আমরা সহজেই বিভ্রান্ত হই এবং কোন পোশাকটি পরবো তা বেছে নিতে সময় লাগে। কিন্তু যদি আপনার পোশাকে শুধুমাত্র কালো টি-শার্ট এবং একই রঙের জিন্স থাকে তবে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। আপনি সময় বাঁচাতে পারবেন এবং আরও উৎপাদনশীল হয়ে উঠতে পারবেন।

নানা ধরনের পোশাক কিনলে অর্থ অপচয় বেশি হবে। এইক ধরনের পোশাক পরার সিদ্ধান্ত নিলে আপনাকে খুব বেশি পোশাক কিনতে হবে না। আর এই পোশাকের দাম যেহেতু আপনার জানা, তাই কিনতে গিয়ে ঠকে যাওয়ারও ভয় নেই। অযথা খরচ কমানো গেলে তা আপনাকে আরও অনেক বিষয়ে সাশ্রয়ী হওয়ার পথ বাতলে দেবে।

বিজ্ঞাপন

যেহেতু আপনি একই ধরনের পরবেন, তাই আপনার পোশাকের মান এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেরা কোনো ব্র্যান্ড থেকে কেনাকাটা করুন, যে ব্র্যান্ডগুলো আপনার জন্য সবচেয়ে উপযুক্ত সেগুলোই নির্বাচন করুন। এতে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার জামাকাপড় উৎকৃষ্ট। সেই আত্মবিশ্বাস আপনার মুখেও দেখা যাবে।

প্রতিদিন একই পোশাক পরার মাধ্যমে আপনি সবার থেকে আলাদা হয়ে দাঁড়ান এবং আপনাকে একশোজন মানুষের মধ্যেও অনন্য দেখায়। সবাই আপনার প্রতি মনোযোগ দেয় এবং এটি আপনাকে একটি শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি করে দেয়।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD