যশোর বাঘারপাড়ায় ধানকাটা শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


যশোর বাঘারপাড়ায় ধানকাটা শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা

যশোর বাঘারপাড়ার পাইকপাড়া গ্রাম থেকে নকিম উদ্দিন (৬০) নামের এক ধানকাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানাই তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার পুরুষাঙ্গ কেটে ফেলেছে ও ডান চোখ উপড়ে দিয়েছে। উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়ার বেনজির আহম্মেদের বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক বেনজির আহমেদ বলেন সোমবার (৩০ মে) সকাল ৬টার দিকে শ্রমিকদের ডাকাডাকি করার পর কোনো সাড়া না পেয়ে এগিয়ে যায়, গিয়ে দেখি ঘরের দরজা খোলা। এমন সময় আমি ঘরের ভিতরে প্রবেশ করি.এবং গিয়ে দেখি শ্রমিক নকিম উদ্দিন রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে।

পুলিশ জানায়, ২৬ মে বাঘারপাড়ার পাইকপাড়া গ্রামের ইবাদ আলী মোল্যার ছেলে বেনজির আহমেদ ছাতিয়ানতলা বাজার থেকে ধানকাটা শ্রমিক হিসেবে নকিমসহ তিনজনকে বাড়িতে নিয়ে আসে। এর মধ্যে, ২৯ মে বিকেলে একজন চলে যায়। দুই জন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।

যশোর পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, নকিম উদ্দিনকে পুরুষাঙ্গ কেটে, চোখ উপড়ে ও শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তার সঙ্গে থাকা অজ্ঞাত অপর শ্রমিক খুন করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পালিয়ে যাওয়া ও শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।

নিহত নকিম উদ্দিন উপজেলার ধূপখালি গ্রাতের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে।

জি আই/