চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চাঁপাইনবাবগঞ্জে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

মৃত শিশুরা হলো-চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মধ্যপাড়া গ্রামের দেলোয়ারের ছেলে দিদার (৫) ও একই এলাকার হোসেন আলীর মেয়ে তিশা (৩)

পারিবারীক সূত্রে জানা যাই, সোমবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে  চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার টিকরামপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এবং নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় ২ শিশু। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে । এবং  চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগে  চিকিৎসক বলেন হাসপতোলে বাচ্চা দুটিকে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন গণমাধ্যমকে বলেন, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে দিদার ও তিশা পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে দুইজনকে উদ্ধার করে । পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।  

জি আই/