প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসী নারীকে কুপিয়ে যখম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নরসিংদী রায়পুরা উপজেলা উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা আঃ হামিদ এর মেয়ে প্রবাস থেকে আসা সিদ্দিকা বেগম (২৫) কে বিয়ের প্রস্তাব দেয় একই এলাকার বখাটে শহিদ মিয়া (৩৫), পিতা: মৃত আঃ মন্নাফ। কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে শহিদ সিদ্দিকা বেগমকে কুপিয়ে যখম করল।
সিদ্দিকা বেগমের অভিযোগ যে, তার পাড়া প্রতিবেশী শহিদ মিয়ার সাথে র্দীঘদিন যাবৎ তার সু-সম্পর্ক ছিলো কিন্তু এক পর্যায়ে শহিদ মিয়া তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু শহিদ মিয়ার বউ-বাচ্চা থাকায় সিদ্দিকা তার প্রস্তাবে রাজি হয় নাই। সে তার প্রস্তাবে রাজি না হওয়ায় তার মা ও ভাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিলো। এক প্রর্যায়ে ২৭ তারিখ সকালে এসো বখাটে শহিদ, তাকে এলোপাতাড়ি ভাবে পিটাতে থাকে। এক পর্যায়ে তার হাত থেকে বাঁচতে সে তাকে ধাক্কা দিলে তার হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা তার গালে কুপ দেয় বখাটে সিদ্দিক।
ঘটনাস্থল থেকে তার ভাই রক্তাক্ত অবস্থা তাকে নিয়ে রায়পুরা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে সে রায়পুরা উপজেলা স্বার্স্থ্য কেন্দ্র (তুলাতুলী) মহিলা ওয়ার্ডে ভর্তি রয়েছে।
এদিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসকের নিকট এ বিষয়ে সংবাদ কর্মীরা জানতে চাইলে তিনি জানান, ‘এই রোগীটি বর্তমানে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।’
এদিকে বখাটে শহিদের নিকট মোবাইল ফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে, ‘তিনি বলেন এই নারী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ঘটনার সময় আমি এইখানে ছিলাম না, তাই এবিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নয়।’
এ বিষয়ে রায়পুরা থানা পুলিশের তদন্ত অফিসার গবিন্দ্র এর নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, ‘ঘটনাটি আমি শুনেছি, বিষয়টি তদন্তের সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
এসএ/