পদ্মায় জেলের জালে ২৬ কেজির বাগাইড়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজবাড়ীতে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটের উজানে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের এক বাগাইড়। ২৬ কেজির এ মাছটিকে দেখতে ভিড় করছেন ঐ এলাকার শত শত মানুষ।
মঙ্গলবার (৩১ মে) সকালে পদ্মা নদীতে জাল ফেলার সময় জেলে অছেল হলদারের জালে উঠে আসে মাছটি। একা মাছটিকে তুলতে না পারায় সঙ্গীদের ডেকে দ্রুত জাল টেনে মাছটি নৌকায় তোলেন।
অছেল হলদার বলেন, ‘অনেকদিন পরে বিশাল আকৃতির মাছটি পাওয়াতে আমি অনেক খুশি। মাছটিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের আড়তে নিয়ে আসলে উন্মুক্ত ডাকের মাধ্যমে চাদনী আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বারো’শ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকা দিয়ে মাছটি আমার কাছ থেকে কিনে নিয়েছেন।’
চাদনী আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, ‘পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ার কারণে এখন মাঝে মধ্যেই এমন বড় মাছ ধরা পরছে। আর এতে করে বেশ লাভের মুখ দেখছেন জেলেরা। ২৬ কেজি ওজনের এই বাগাইড় মাছটিকে এখন ফেরিঘাটের পল্টুনের সাথে পদ্মায় জিরিয়ে রাখা হয়েছে। সেই সাথে একটু বেশি দামে বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকার ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে।’
এসএ/