চট্টগ্রাম বন্দরে জাহাজের ধাক্কায় জাহাজ ফুটো
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রাম বন্দরের সিসিটি-৩ নম্বর বার্থে থাকা কন্টেইনার জাহাজ এমভি এক্সপ্রেস কোহিমাকে ধাক্কা দিয়ে ফুটো করে দিয়েছে মদিনা-৭ নামের একটি বার্জ। এতে জাহাজটিতে এক বর্গফুটের বেশি পরিধি ফুটো হয়েছে। জাহাজটিতে ৯২ টিইইউস রফতানি পণ্যভর্তি কনটেইনার ছিল। তবে এ ঘটনায় পণ্যভর্তি কন্টেইনারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (৩১ মে) সকালে এমভি এক্সপ্রেস কোহিমাকে টিএসপি জেটিতে নিয়ে মেরামত করা হচ্ছে বলে জানা গেছে।
সূত্র জানায়, সোমবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বার্জটি আঘাত হানে কন্টেইনারবাহী জাহাজটিতে। এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রফতানি পণ্যভর্তি কনটেইনার লোড করা থাকলেও কন্টেইনার গুলো নিরাপদ রয়েছিল। পরে সব কন্টেইনার আনলোড করে মেরামতের জন্য নেওয়া হয় জাহাজটিকে। বন্দর কর্তৃপক্ষ বার্জটি আটকের পর জরিমানা আদায় করে।
এমভি এক্সপ্রেস কোহিমার স্থানীয় এজেন্ট সীকনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “টিএসপি জেটিতে ক্ষতিগ্রস্ত জাহাজটি নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সার্ভে করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। বার্জের আঘাত পানির লেবেল থেকে উপরে হওয়ায় বড় বিপদ থেকে রক্ষা হয়েছে।”
তিনি বলেন, “১৬৮ মিটার লম্বা কন্টেইনার জাহাজ এমভি এক্সপ্রেস কোহিমার রফতানি পণ্যভর্তি কন্টেইনার লোড শেষে বুধবার (১ জুন) বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।”
চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদ উদ্দিন বলেন, “দোষী বার্জের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার গ্রহণের জন্য এটি আটক রাখা হয়েছে।”
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
