ট্রাক-মাইক্রোবাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


ট্রাক-মাইক্রোবাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬

রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডে ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন। 

বুধবার (১লা জুন)সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।  

রাজবাড়ির কালুখালী থানার ওসি নাজমুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কালুখালী থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি আটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।  

একই সময় আবার কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয় ওই আটোরিকশার। এতে ঘটনাস্থলে এক শিশুসহ তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরো তিন জন মারা যান।

নিহতরা হ‌লেন, পাংশা পুইজোরের ব‌সির উদ্দিন মিয়ার ছে‌লে অটোরিকশার চালক নাসির (৩২), একই এলাকার মোতালেব মন্ডলের মে‌য়ে ম‌রিয়ম (৪০), স্ত্রী মসিরন বিবি ( ৬০), না‌তি ইউসুফ আলী (৫), নয়ন (৮) ও নাতনি শিলা।

রাজবাড়ী সদর ফায়ার স্টেশ‌ন কর্মকর্তা সরাজ মিয়া জানান, দুর্ঘটনার খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে এসে উদ্ধার কাজ শুরু ক‌রেন। এ ঘটনায় ঘটনাস্থ‌লে তিনজন ও হাসপাতা‌লে নেওয়ার পর তিনজনসহ মোট ৬ জন নিহত হ‌য়ে‌ছেন। প্রাথ‌মিকভা‌বে জান‌তে প‌রে‌ছেন নিহতরা সবাই অটোরিকশায় ছিলেন।

জি আই/