খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাস, মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ১০ জন।   

বুধবার (১ মে) সকাল ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 

আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আবু ওসমান (৩২)। অপর জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত দুজনের লাশ থানা হেফাজতে রয়েছে। খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।    

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে খুলনা অভিমুখী একটি মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন দুজন।

ফায়ার সার্ভিসের ডুমুরিয়া স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান। 

এসএ/