দেবর-ভাবীর ভোট যুদ্ধ!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। নগরী জুড়ে বইছে নির্বাচনী উৎসবের আমেজ। প্রচার-প্রচারণার অন্ত নাই, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। তবে শরু থেকেই ব্যপক আলোচনায় নগরীর ১৭ নম্বর ওয়ার্ড। কাউন্সিলর পদে দেবর ও ভাবী প্রতিদ্বন্দ্বীতা করছেন এই ওয়ার্ডে।
নিজ ব্যবসা প্রতিষ্ঠানেই ২০২১ সালের নভেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল। সেই থেকে আলোচনায় এই ওয়ার্ড। সেই আলোচনায় যোগ হয়েছে নতুন মাত্রা। কারণ এবারে একই সঙ্গে একই পদে প্রার্থী হয়েছেন প্রয়াত সোহেলের সহধর্মিনী রুনা বেগম এবং সোহেলের ছোট ভাই সৈয়দ মো: রুমন। ভোটের মাঠে কেউ কাউকে ছাড়া দিতে নারাজ দেবর-ভাবী।
নিহত কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের স্ত্রী রুনা বেগম জানান, “তার স্বামী এলাকাবাসীর জন্য যা কিছু করে গেছেন, সেই জনপ্রিয়তার কারণেই তার পাশে থাকবেন ভোটাররা। একই সঙ্গে স্বামীর আদর্শে জনগণের জন্য কাজ করতে চান।”
নিহত কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের ভাই রুমন জানান, “ভাইয়ের মৃত্যুর পর তাকেই চান এলাকাবাসী, তাই ভোটে দাঁড়িয়েছেন তিনি। একই পরিবার থেকে দুই জনের প্রতিদ্বন্দ্বীতার বিষয়ে তিনি বলেন, ভাবীকে সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচনের পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু তার ভাবীও নিজ অবস্থানে অনঢ়।”
এ নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। রুমনের সমর্থকরা বলছেন সোহেলের অবর্তমানে তার ভাই রুমনই যোগ্য। এদিকে রুনার সমর্থকরা বলছেন রুমনের নির্বাচন করারই কথা ছিলনা। কথা ছিল, ভাবী রুনাকেই সমর্থন দিবেন তিনি। তবে পরবর্তীতে চিত্র পাল্টে গেছে।
ভোটারদের অনেকে আবার বলছেন, দেবর কিংবা ভাবী, যেই আসুক না কেনো, তারা চান এলাকার উন্নয়ন, চান একসঙ্গে জনগণের স্বার্থে কাজ করবেন দেবর-ভাবী।
এসএ/