বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কে বাস ও মোটরসাইকেল সংঘর্ঘে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) উপজেলার বালিপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানাযায়, দুপুরে উপজেলার বালিপাড়া থেকে ছেড়ে আসা শালবন পরিবহনের একটি বাস বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে ত্রিশাল থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। নিহতরা হলেন ঈশরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে আইরিন সুলতানা(৩০) ও একই উপজেলার হাড়ুয়া গ্রামের আব্দুল হেলিমের ছেলে আবু সিদ্দিক(৪৮)।
ত্রিশাল থানার এসআই নাজমুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ঘে ঘটনাস্থলেই আইরিন সুলতানা(৩০) ও আবু সিদ্দিক(৪৮) নিহত হয়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।”
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
