টুঙ্গিপাড়ায় “আইন সহায়তা সম্পর্কে শিক্ষামূলক সেশন” অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় “আইন সহায়তা সম্পর্কে শিক্ষামূলক সেশন” অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শনিবার (৪ জুন) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের হলরুমে জেলা লিগ্যাল এইড-এর চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) অমিত কুমার দে -এর সভাপতিত্বে সেশনটি অনুষ্ঠিত হয়।
খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আকরামুজ্জামানের সঞ্চালনায় শিক্ষামূলক এ সেশনে লিগ্যাল এইডের সামগ্রীক কার্যক্রম তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) মো. নিয়াজ মাহমুদ।
উক্ত অনুষ্ঠানের সভাপতি জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) অমিত কুমার দে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে গরিব, দুঃখী ও অসহায় মানুষের জন্য সরকার প্রদত্ত সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা প্রদান প্রসঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এর সুফল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইডের সুফল পৌঁছে দিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো.সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার, পাটগাতি ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আলী, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান আলী আহমেদ শেখ, গোপালপুর ইউপি চেয়ারম্যান লাল বাহাদুর, কুশলী ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, বর্নি ইউপি চেয়ারম্যান মোসা. মিলিয়া আমিনুল সহ খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে (বজ্রকন্ঠ) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে টুঙ্গিপাড়া উপজেলা সহ ৫ ইউনিয়নের লিগ্যাল এইড কমিটির সদস্যদের অংশগ্রহনে “আইন সহায়তা বিস্তারে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) অমিত কুমার দে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এসএ/