আমি বাঁচতে চাই তোমাদের জন্য
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রোড খ্যাত ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা টু তাড়াইল ১৬ কিলোমিটার রাস্তা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। যে রাস্তাকে ভাটিবাংলার প্রবেশদ্বার বলা হয়। সেই রাস্তার দু'পাশে রয়েছে নান্দনিক গাছের সমাহার।
পথচারীদের যেন এক শীতল মায়াবী আস্তানা। কিন্তু সময়ের পরিক্রমায় আজ সেগুলো কেটে ফেলা হচ্ছে। যেখানে পরিবেশ বাদীরা গাছ লাগানোর জন্য হরহামেশাই পরামর্শ দিয়ে যাচ্ছে, বায়ু মন্ডল উস্ম থেকে উস্মতর হচ্ছে, আর সেখানে সবুজ বৃক্ষ নিধনে এক মহোৎসব শুরু হয়েছে।
আজ যুগের হাওরের নান্দনিক পরিবেশ অসহায়ের রূপ নিচ্ছে। যেখানে বষা' মৌসুমে বিভিন্ন স্থান থেকে লোকজন এসে প্রাকৃতিক পরিবেশ পরিবার পরিজন নিয়ে নেসগিক অবলোকন করতো সেখানে হচ্ছে এক মরুময় বিরান ভুমি। যেখানে পথচারীদের জন্য হচ্ছে এক মরুময় স্থান পার হওয়ার মতো। যুগের হাওরের পুলিশ বক্সের বিপরীতে রয়েছে শতবষী' বট বৃক্ষ। যে বৃক্ষ প্রকৃতির নেয়ামত হিসাবে পাখপাখালি থেকে শুরু মানব জাতি এর সুশীতল ছায়ায় পরান জুড়িয়ে নিত আজ সেই বট বৃক্ষের উপর চলছে আত্নঘাতি সিদ্ধান্ত।
যার শাখা প্রশাখা গুলো কুটকুট করে একে একে কেটে সাবাড় করছে। আর নি,শব্দে আওয়াজ হচ্ছে, হে মানব আমি তোমাদের সুশীতল ছায়া দানের জন্য আল্লাহ তায়ালার অশেষ রহমত হিসাবে আমি এ হাওরে শতাধিক কাল যাবত দাড়িয়ে আছি। আমি কালের বহু ঘটনার সাক্ষি। আমার সুদীর্ঘ আত্ন কাহিনি রয়েছে। আমায় মেরোনা।
আজ চারিদিকে নিন্দার ঝড় বইছে। বিভিন্ন মহল থেকে সুশীল সমাজের সন্মানিত সমাজ দেশে বিদেশে থাকে এ ন্যক্কার ঘটনার নিন্দা ছুড়ে দিচ্ছে। আমরা কী পারিনা
একটা কুটারের হাত থেকে মহীরুহ বট গাছটিকে রক্ষা করতে। বিরানভূমি নয় চাই সুশীতল ছায়ায় প্রকৃতির সাথে একাকার হয়ে অনন্তকাল বাস করতে। এছাড়া উক্ত সড়কে একটি প্রভাবশালী মহল টেন্ডারের বাহিরে ভালো ভালো কয়েক টি গাছ কেটে নিয়েছে বলে জানা গেছে। বিষয় টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করে।
এসএ/