ধামরাইের সাবেক মেয়র নাজিমের চার বছরের কারাদণ্ড


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ধামরাইের সাবেক মেয়র নাজিমের চার বছরের কারাদণ্ড

দূর্নীতি দমন কমিশন (দুদকের) করা জ্ঞান আয় বহিভুত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা মামলায় ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনের ৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

রবিবার ( ৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

দুদকের আইনজীবী রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৪ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ২৯ লক্ষ ১৮ হাজার ৮শত ৪০ টাকা অর্থদন্ডের আদেশসহ রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করেন আদালত।

অপর দিকে আরও এক ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এক লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে  আদেশ দেন আদালত। 

 জ্ঞান আয় বহিভুত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে দুদক কার্যালয়ে এ মামলাটি করেন।২০২০ সালের ২৩ আগস্ট তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক।

আ এস/ওআ